আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি বড় দল। বিএনপিকে কোনোভাবেই দুর্বল বলা যাবে না। বিএনপি সাংগঠনিকভাবে দুর্বল হলেও জনসমর্থনে এগিয়ে রয়েছে। আগামীতে সুযোগ পেলে আওয়ামী লীগ বিরোধী সকল শক্তি ধানের শীষে ভোট দেবে। এই বিষয়টা অবশ্যই মাথা রাখতে হবে আমাদের। তাদেরকে শক্ত প্রতিদ্বন্দ্বী ভেবে আগামী নির্বাচনের জন্য প্রস্তুতি নিতে হবে।
সোমবার দুপুরে কক্সবাজার জেলা আওয়ামী লীগের আয়োজনে কক্সবাজার পাবলিক হল মাঠে নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
তিনি আরো বলেন, জাতীয়তাবাদী ন্যাশনালিস্ট পার্টি (বিএনপি) এখন নালিশ পার্টি। তাদের কয়েকজন নেতা এক জায়গায় বসে প্রেস ব্রিফিংয়ের নামে মিথ্যাচারের বাংলা রেকর্ড করেছে। বসে বসে তারা মিথ্যা ও অহেতুক নালিশ করে যাচ্ছে।
সূত্র: শীর্ষনিউজ